১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের প্রতিশোধ নিলো অস্ট্রেলিয়া

- Advertisement -

বুধবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডেতে ২১ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪৮ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ফলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলো স্টিভ স্মিথের দল।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দেয়া ২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুবমান গিল। দশম ওভারে দলগত ৬৫ রানে শেন অ্যাবটের বলে আউট হন রোহিত, এর আগে ১৭ বলে করেন ৩০ রান। শুবমান ৪৯ বলে ৩৭ রান করে আউট হলে দলের হাল ধরেন ভিরাট কোহলি, ৭২ বলে করেন ৫৪ রান। এছাড়াও হার্দিক পান্ডিয়া ৪০ এবং লোকেশ রাহুল ৩২ রান করলেও শেষ রক্ষা হয়নি। অ্যাডাম জাম্পার ৪৫ রান খরচায় ৪ উইকেট পাওয়ার দিনে ঘরের মাটিতে সিরিজ হেরেছে ভারতীয়রা। ৪৯.১ বলে সব উইকেট হারিয়ে তুলেছে ২৪৮ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শের ৪৭ বলে ৪৭ এবং অ্যালেক্স ক্যারির ৪৬ বলে ৩৮ রানের কল্যাণে অজিরা ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২৬৯ রান। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং কুলদ্বীপ যাদব।

সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছিলো ৫ উইকেটে, দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতে নিয়েছিলো ১০ উইকেটে। ভারতের মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের প্রতিশোধই যেন নিলো অজিরা!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img