১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

ভারত ‘এ’ দলের বিপক্ষে ৩৭ বলে অনিকের ১*

- Advertisement -

২৬ রানেই ৫ উইকেটের পতন! পঞ্চাশ পেরোবার আগেই অলআউট হবার শঙ্কায় বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে মোসাদ্দেক হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে লাঞ্চের আগে আর কোনো উইকেট না হারিয়ে ৫৬! পরিসংখ্যান বলে মোসাদ্দেকের ব্যাটেই ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

কিন্তু এতোদূর অব্দি যাবার পেছনে আরও একজন রেখেছেন দারুণ ভূমিকা, তিনি জাকের আলী অনিক। একপ্রান্ত আগলে রেখে খেলেছেন, মুকেশ-সাইনিদের বোলিংয়ের বিপরীতে দাড়িয়েছেন দেয়াল হয়ে। বিপক্ষে দলের কোনো পরিকল্পনাকেই সফল  হতে দেননি, উল্টো চাপের মুখেও নিয়েছেন বোলারদের ধৈর্য্যের পরীক্ষা। কিভাবে?

লাঞ্চ বিরতিতে যাবার সময়ে তার নামের পাশে শূন্য হলেও ততোক্ষণে যে খেলে ফেলেছেন ৩৪ বল! হ্যা, নিজের খেলা প্রথম ৩৪ বলে কোনো রান করেননি জাকের আলী অনিক। লাঞ্চের পর যোগ হয়েছে আরও ২ বল। ৩৭তম বলে এসে নিজের প্রথম রানের দেখা পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৫৭ রান; মোসাদ্দেক অপরাজিত ২৯* রানে, অনিকের সংগ্রহ ৩৭ বলে ১*।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img