১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

ভুটানের জালে বাংলার মেয়েদের দুই হালি

- Advertisement -

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।  কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই হাফেই চারটি করে গোল করেছে বাংলার মেয়েরা।

বাংলাদেশের এই জয়ে সবচেয়ে বেশি দুই গোল করেছেন সাগরিকা। যার ফলে এই প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল রাশিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসে পরিপূর্ণ একটি দলই মাঠে নামাতে পারবেন হেড কোচ গোলাম রাব্বানি ছোটন।

এছাড়াও দিনের প্রথম ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারায় ভারত। তাদের পক্ষে হ্যাটট্রিক করেন শিলজি শাহজি। এছাড়াও এক গোল করেন পূজা। এই আসরে অন্যতম শক্তিশালী দল ভারত হলেও, সবচেয়ে বেশি শক্তিশালী দল হলো রাশিয়া। কাজেই বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হচ্ছে রাশিয়ার বিপক্ষে ম্যাচটি। বুধবার তাদের বিপক্ষে মাঠে নামবে গোলাম রাব্বানি ছোটনের দল।

এর আগে ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ মেয়ে ফুটবলারদের নিয়ে এই প্রতিযোগিতা শু্রু হলেও এবারই প্রথম ১৭ বছর বয়সী মেয়েদের নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img