২০ এপ্রিল ২০২৪, শনিবার

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারান

- Advertisement -

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী খেলোয়াড় রাফায়েল ভারান।

বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবলক থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টে তিনি লিখেছেন,“দীর্ঘ প্রায় এক দশক ধরে সম্মানের সাথে আমি ফ্রান্সকে প্রতিনিধিত্ব করেছি। যতবারই মাঠে নেমেছি আমি ততবারই আমার সর্বোচ্চটুকু দিয়ে খেলার চেষ্টা করেছি। তবে এই সিদ্ধান্তের কথা আমি বেশ কিছু মাস ধরেই ভাবছিলাম যে এটাই সঠিক সময় জাতীয় দল থেকে বিদায় নেওয়ার”

২০১৩ সালে ফ্রান্স জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করেছিলেন ভারান। এক দশক ধরে ফ্রান্সের হয়ে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার, করেছেন ৫টি গোল।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই ডিফেন্ডার। দুর্দান্ত পারফর্ম করে সে বছর বিশ্বকাপের সেরা দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি। সুযোগ ছিল ২০২২ কাতার বিশ্বকাপ জেতারও, তবে ট্রাইবেকারে আর্জেন্টিনার কাছে শেষ পর্যন্ত হেরে যায় ফ্রান্স।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img