২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

মিরপুর টেস্টের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ

- Advertisement -

মিরপুর টেস্টের শুরুটা ভালো করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তাঁদের সংগ্রহ ২ উইকেটে ৮২ রান।

টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা দুই ওপেনার ভালো করলেও পরপর দুই ওভারে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪) এবং জাকির হাসানের (১৫) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের জন্য স্বস্তির বিষয় হচ্ছে মুমিনুল হকে রানে ফিরে আসা। মুমিনুল ২৩ রানে এবং সাকিব অপরাজিত আছেন ১৬ রানে।

মিরপুর টেস্টের প্রথম দিনেই ইতোমধ্যে পিচ শুরু করে দিয়েছে নিজের ভেলকি দেখানো। তবে চমকে দেয়া বিষয় হচ্ছে এই ম্যাচে ভারত দলে নেই লেগস্পিনার কুলদ্বীপ যাদব। অথচ চট্টগ্রাম টেস্টের মরা পিচে বাংলাদেশি ব্যাটারদের নাচিয়ে ছেড়েছিলেন এই চায়নাম্যান বোলার। সেই টেস্টে ভারতের সবচেয়ে সফল বোলার ছিলেন কুলদ্বীপ। 

তবে কি কারণে দলে ছিলেন না কুলদ্বীপ? উত্তর দিয়েছেন স্বয়ং ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। তিনি বলনে, “ কুলদ্বীপকে বাদ দেয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল। তবে অশ্বিন আর অক্ষর ঠিক ঠাক কাজটা চালিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি

টসের সময়েই তিনি এই কথাগুলো বলেন। রাহুল আরো বলেন, “ প্রথম সেশনে উইকেট কিছুটা ভেজা থাকবে। তাই শুরুতে উইকেট তুলে নেয়াটা জরুরি। দলের কম্বিনেশন ঠিক রাখার জন্যই উনাদকাটকে নেয়া হয়েছে

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img