১৭ এপ্রিল ২০২৪, বুধবার

মিরাজের সামনে যেই মাইলফলক ছোঁয়ার সুযোগ

- Advertisement -

২০০৭ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সাকিব আল হাসান এখন অব্দি টেস্ট ম্যাচ খেলেছেন ৬৬টি। ১৭ বছরে মাত্র ৬৬! অন্যদিকে ২০১৬ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ এখন আইরিশদের বিপক্ষে খেলছেন নিজের টেস্ট ক্যারিয়ারের ৩৮তম ম্যাচ৷

মিরাজের সামনে সুযোগ থাকছে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট মাইলফলক স্পর্শ করার সুযোগ। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে মিরাজের উইকেট সংখ্যা ১৪৮।

আর দুইটি উইকেটের অপেক্ষায় থাকতে হচ্ছে মিরাজের। ১৫০ উইকেট পেতে সাকিব খেলেছেন ৩৪ ম্যাচ। তাইজুলের খেলতে হয়েছিল ৩৭টা। তাইজুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এই রেকর্ড করার সুযোগ আছে এই অলরাউন্ডারের।

টেস্টে মিরাজের সেরা বোলিং ফিগার ৫৮ রানে ৭ উইকেট। বাংলাদেশী এই অফস্পিনার এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন, এমনটা হয়েছে মোট নয় বার। সাথে দুইবার একই টেস্টে ১০ উইকেট পাওয়ার কীর্তিও আছে মিরাজের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img