১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

মুশির ব্যাটে আইরিশদের ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

- Advertisement -

চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে জয়ের জন্য ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন মুশফিকুর রহীম।

ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশ পেসার জশ লিটলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন ওপেনার লিটন দাশ। তবে আরেক ওপেনার তামিম ইকবাল (১৯) উইকেটে কিছুটা সেট হলেও বিলিয়ে দেন নিজের উইকেট, আউট হন মার্ক অ্যাডেয়ারের বলে। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন দুই ব্যাটার সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত।

আইরিশ পেসারদের সামনে দুইজনেই বেশ সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন। তাদের দুইজনের ব্যাটে সাময়িক ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।

তবে দলীয় ৫২ রানে সাকিব আউট হলে আবারও চাপে পড়ে সফরকারিরা। এরপর শান্ত এবং তাওহীদ হৃদয়ের ৫০ রানের জুটিতে বড় সংগ্রহের সংগ্রহের পথে ছুটতে থাকে টাইগাররা।তবে দলীয় ১০২ রানে সেট ব্যাটার শান্ত (৪৪) আউট হলে আবারও রানের গতি মন্থর হয়ে পড়ে টাইগারদের।

এরপরই দলের হাল ধরেন মুশফিক। মিরাজের সঙ্গে মিলে ৫০ রানের জুটি গড়ে সামাল দেন সাময়িক ধাক্কা। মিরাজ ২৭ রানে আউট হলেও নিজের ফিফটি করেন মুশি। এরপর ব্যক্তিগত ৬১ রানে লিটলের বলে আউট হন তিনি।

শেষের দিকে শরিফুল ইসলামের ১৬ এবং তাইজুল ইসলামের ১৪ রানের ইনিংসের উপর ভিত্তি করে ২৪৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জশ লিটল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img