১৯ মে ২০২৪, রবিবার

মুস্তাফিজের অভাব পূরণ করতে চান শরিফুল

- Advertisement -

বেশ অনেকদিন ধরেই ইনজুরির সাথে লড়তে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। তাই জাতীয় দলেও হতে পারছেন না নিয়মিত। মুস্তাফিজের অভাব পূরণ করার মতো বোলারও যে বাংলাদেশের আছে তেমনটাও না। তবে শরিফুল ইসলাম আশা দেখাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি-টোয়েন্টি মিলিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। পঞ্চগড়ে জন্ম নেওয়া শরিফুলের স্বপ্ন দলে জায়গা পাকাপোক্ত করা, একই সাথে মুস্তাফিজের অনুপস্থিতিতে তার অভাবটাও পূরণ করতে চান।

শনিবার হারারে থেকে পাঠানো ভিডিও বার্তায় শরিফুল জানিয়েছেন, মুস্তাফিজ না থাকায় দল একটু চাপে আছে। তবে নিজের পক্ষে যতটুকু সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা তার।

‘মুস্তাফিজ ভাই একটু ইনজুরড। উনি না থাকাতে টিমে একটু প্রেশার আছে। সেটা আমি চেষ্টা করতেছি যাতে না থাকে। যদি কোনো বাজে বল করি সবসময় মুস্তাফিজ ভাই আমাকে বলেন, এগুলো না করলে ভালো হয়। প্র্যাক্টিসে কোনো ভুল হলে উনি কোচের মতোই অনেকটা শিখিয়ে দেন।‘

ছবি: ক্রিকইনফো
                                উড়তে চান শরিফুল ইসলাম। ছবি: ক্রিকইনফো

দ্বিতীয় ওয়ানডেতেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শামীম পাটোয়ারীর। অভিষেকেই খেলেছেন ১৩ বলে ২৯ রানের ইনিংস। শামীমের সাথে জাতীয় দলের জার্সিতে অনেকদিন খেলতে চান শরিফুল।

‘শামীমের সঙ্গে দুই বছর ধরে খেলছি। ও খুব ভালো ফিল্ডার, পাওয়ার হিটার, খুব ভালো ব্যাটসম্যান। আর আমরা দুইজন চাইবো জাতীয় দলে অনেক দিন সার্ভিস দিয়ে যেন বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু দিতে পারি।‘

বায়োবাবলে টানা খেলার ক্লান্তি আছে, আছে বাড়ি ফেরার টান। তবে ক্রিকেটের ছোটবেলার নায়কদের সাথে মাঠে নামাতেই যেন সেই হারানো সুখ খুঁজছেন শরিফুল। সাথে টি-টোয়েন্টি সিরিজের অঘোষিত ফাইনালটাও জিততে চান এই পেসার।

‘যখন ছোট ছিলাম। ক্লাস ‘ত্রি’ ‘ফো’রে পড়তাম। তখন সবার খেলা দেখছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ ভাই। সবার খেলা দেখছি। এখন তাদের সঙ্গে খেলতেছি এটা একটা স্বপ্ন। তাদের সঙ্গে এখন আল্লাহর রহমতে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে আছি। মনে হয় না যে ফ্যামিলির বাইরে আছি।‘

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img