১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

‘মেলবোর্ন আমার ঘর’ ভারতীয় ব্যাটসম্যানদের বার্তা দিয়ে রাখলেন রউফ

- Advertisement -

বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলায় মেলবোর্নের মাঠ নিয়ে ভালো ধারনা রয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফের। দুর্দান্ত পারফর্ম করে হয়ে উঠেছিলেন তাদের ঘরের ছেলে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ঘরের মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচে কোহলি-রোহিতদের কঠিন পরীক্ষা নিতে এখন থেকেই নিজের পরিকল্পনা শুরু করেছেন রউফ।

ভারতীয় ব্যাটসম্যানদের সতর্ক করে এই পেসার জানান, “ আমি যদি আমার সেরাটা দেই তাহলে ভারতীয় ব্যাটসম্যানরা আমাকে সহজে খেলতে পারবে না। আসন্ন বিশ্বকাপের ম্যাচ নিয়ে আমি খুবই খুশি, কারণ ম্যাচটি হবে মেলবোর্নে। এটা আমার হোম গ্রাউন্ড কেননা মেলবোর্ন স্টার্সের হয়ে আমি খেলেছি, তাই এখানে কিভাবে বল করতে হবে সেই সম্পর্কে আমার ধারণা রয়েছে। আমি এখন থেকে পরিকল্পনা শুরু করেছি ভারতের বিপক্ষে কিভাবে বল করবো।“

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনা। মাঠ কিংবা মাঠের বাহিরে সেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে সবখানে। হাইভোল্টেজ এই ম্যাচে ক্রিকেটারদের মধ্যে কি পরিমাণ চাপ কাজ করে সেটারও ব্যাখ্যা দিয়েছেন রউফ, “ভারত পাকিস্তানের ম্যাচ মানেই অনেক চাপ। গত বিশ্বকাপে আমি সেই চাপ ভালোভাবেই টের পেয়েছি। কিন্তু সর্বশেষ এশিয়া কাপের দুই ম্যাচে খুব বেশি চাপ অনুভব করেনি, কেননা আমি জানতাম আমাকে আমার সেরাটাই দিতে হবে। “

গত বিশ্বকাপে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টে ভারতকে হারিয়েছে পাকিস্তান। এরপর এশিয়া কাপে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আবারও মুখোমুখি হবে দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img