২৯ মার্চ ২০২৪, শুক্রবার

মেসি চাইলে ৫০ বছর বয়স পর্যন্তও খেলতে পারে: রোনালদিনিয়ো

- Advertisement -

শুধুই কি এক সময়ের ক্লাব সতীর্থ? না, এর থেকেও বেশি কিছু। এক বড় ভাইয়ের মতো স্নেহ দিয়ে ছোট ভাই মেসিকে আগলে রেখেছিলেন। হ্যা, ঠিকই ধরেছেন। সুপারস্টার লিওনেল মেসি এবং কিংবদন্তী রোনালদিনিয়োর কথাই বলছি।

বার্সার সিনিয়র দলের হয়ে মেসির প্রথম গোলটিও এসেছিল রোনালদিনিয়োর অ্যাসিস্টেই। ফুটবলের বাইরেও  দু’জনের মধ্যে রয়েছে দারুণ সম্পর্ক। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে গ্যালারিতে বসে লিওনেল মেসির খেলাও দেখেছেন রোনালদিনিয়ো। এবার তাঁকে(মেসি) নিয়ে মুখ খুললেন রোনি। তিনি মনে করেন এলএমটেন নাকি চাইলে ৫০ বছর বয়স পর্যন্তও ফুটবল খেলতে পারবেন।

রোনালদিনিয়ো বলেন, “এটাই মেসির শেষ বিশ্বকাপ। শিরোপা জয়ের জন্য মেসি যেকোনো কিছুই করতে পারে। মেসির মধ্যে এমন কিছু প্রতিভা আছে যার ফলে সে চাইলে ৫০ বছর বয়স পর্যন্তও ফুটবল খেলতে পারে।” 

তবে রোনালদিনিয়ো মনে করেন ফাইনালের মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেন, “এমবাপ্পে একা চাইলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে একজন দারুণ ফুটবলার। বিশ্বসেরা হওয়ার সব গুণই তার মধ্যে আছে।”

লুসাইল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। যেখানে হয়ত শেষবারের মতোই আর্জেন্টিনা জার্সি গায়ে দেখা যাবে লিওনেল মেসিকে। ফাইনাল দেখতে গ্যালারিতে শুধু রোনালদিনিয়োই না, উপস্থিত থাকবেন রিকুয়েলমে, আয়ালার মতো আর্জেন্টাইন কিংবদন্তিরাও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img