১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

মোসাদ্দেকের ফিফটিতে বাংলাদেশ ‘এ’ দলের ‘হান্ড্রেড’

- Advertisement -

চারদিনের ম্যাচ, প্রথম দিনের তিনটা সেশনও খেলতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। সর্বমোট তিনজন ব্যাটার স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্কের রান; মোসাদ্দেক হোসেন সৈকত (৬৩), নাজমুল হোসেন শান্ত (১৯) এবং তাইজুল ইসলাম (১২)। ভারত ‘এ’ দলের হয়ে ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন সৌরভ কুমার, নবদ্বীপ সাইনি নিয়েছেন ২১ রানে ৩ উইকেট।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ রান তুলতেই প্যাভিলিয়নের পথ ধরেন দুই ওপেনার। মাহমুদুল হাসান জয় (১) রানের খাতা খুললেও, জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান করা জাকির হাসান ফিরেছেন শূন্যতেই। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অপরপ্রান্ত থেকে সঙ্গ দিতে পারেননি মুমিনুল হক (৪), মোহাম্মদ মিঠুনের (০) কেউই। ২৬ রানেই ৪ উইকেট হারানোর পর একই রানে হয়েছে পঞ্চম উইকেটের পতন, সাজঘরের পথে এবার নাজমুল হোসেন শান্ত (১৯)।

লাঞ্চ ব্রেকের আগেই ৫ উইকেট হারানো বাংলাদেশ ‘এ’ দল এরপর সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখার সাহস পায় মোসাদ্দেক হোসেনের ব্যাটিংয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান এসেছে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। যোগ্য সঙ্গীর অভাবে ইনিংসটা বড় করতে পারেননি, দলের রানটাও এগোয়নি। দলের বাকি ব্যাটারদের মধ্য জাকের আলী অনিক করেছেন ৪ রান, তাইজুল ইসলাম ১২; রেজাউর রহমান রাজা এবং খালেদ আহমেদ দুজনই শূন্যতে আউট হওয়ায় ইনিংস শেষে অফস্পিনার নাঈম হাসান ৬* রানে অপরাজিত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img