২৯ মার্চ ২০২৪, শুক্রবার

ম্যানচেস্টার ডার্বিতে ঘটেনি অঘটন

- Advertisement -

ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ২৮তম রাউন্ডে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেটের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার শিষ্যরা এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো। ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন রেড ডেভিলরা জায়গা হারিয়েছে টপ ফোর থেকে।

ইতিহাদে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই বার্নার্ডো সিলভার অ্যাসিস্টে সিটিজেনদের লিড এনে দেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ষোল মিনিট পর পল পগবার বাড়ানো বলে গোল করে ১-১ এ সমতা আনেন ইউনাইটেডের সানচো। ছয় মিনিট পর সিটিজেনদের আবারো লিড এনে দেন ব্রুইনা।

এরপর ম্যাচের ৬৮ মিনিটে ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন রিয়াদ মাহরেজ৷ ম্যাচের ৯০ মিনিটে আবারো গোল করে লিডকে চারগুন করেন মাহরেজ। ২৮ ম্যাচে ২২ জয় আর ৩ ড্রয়ে ইপিএলের টেবিল টপারদের বর্তমান পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৬৩৷ অন্যদিকে সিটির সমান ম্যাচ খেলে ইউনাইটেডের পয়েন্ট ৪৫।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img