২০ এপ্রিল ২০২৪, শনিবার

যেই পিচে খেললাম সেটাকে আদর্শ টেস্ট উইকেট বলব না: সাকিব

- Advertisement -

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে সবকটি সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে জিতেছে দুইটি সিরিজ। আয়ারল্যান্দের বিপক্ষে সাত উইকেটে টেস্ট জয়ের পর সম্প্রচারক সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে সাকিবের কণ্ঠে উইকেট নিয়ে কিছুটা হতাশাও ফুটেছে। বলেছেন, টেস্ট ক্রিকেটের আদর্শ কোনো উইকেটে খেলা হয়নি মিরপুরে, ‘সাধারণত আমরা এ ধরনের উইকেটে খেলি না। এটি ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তবে আমি এটাকে আদর্শ টেস্ট উইকেট বলব না।’

আয়ারল্যান্ডের বিপক্ষে এ টেস্টে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার ছিল বাংলাদেশের। সাকিব জানালেন, দল সেটি করতে পেরেছে। বিশেষ করে কিছুটা বিপর্যয়ের মধ্যে প্রথম ইনিংসে তাঁর সঙ্গে মুশফিকের জুটিকে সাকিব মনে করালেন একটু অন্যভাবে, ‘এই টেস্টে আমাদের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার ছিল। আমরা সেগুলো করতে পেরেছি। কিছু কাজে দিয়েছে, কিছু দেয়নি। আমরা ইতিবাচক ছিলাম। আমরা যেভাবে ব্যাটিং করতে চেয়েছিলাম, উইকেটও সেভাবেই ব্যাটিং করতে আমাদের সহায়তা করেছে। আমরা মানসিকতাটা বদলাতে চেয়েছিলাম। এ ম্যাচে সেটি করতে পেরেছি।’

টেস্টে ২০ উইকেট তুলে নেওয়া এখনো বাংলাদেশের বোলারদের জন্য কঠিন। মিরপুর টেস্টে সেটি করতে পেরেছেন তাইজুল, ইবাদত, মিরাজ, খালেদরা। কিছুটা প্রতিকূল উইকেটে বোলারদের এই কৃতিত্বের প্রশংসা ঝরেছে সাকিবের কণ্ঠে, ‘তাইজুল আমাদের বোলারদের মধ্যে খুব ভালো করেছে। দ্বিতীয় ইনিংসে পেস বোলারদের যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে, যদিও শেষ পর্যন্ত তাদের পরিশ্রম কাজে লেগেছে।’

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img