২৪ এপ্রিল ২০২৪, বুধবার

যৌন হয়রানির অভিযোগে দানি আলভেজ গ্রেপ্তার

- Advertisement -

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ। শুক্রবার স্পেন থেকে স্থানীয় সময় সকালে এক নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় স্বাক্ষ্য দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন সাবেক এই বার্সেলোনা ফুটবলার। সেই নারীর অভিযোগ, গত বছরের ৩১ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তাকে যৌন হয়রানি করেছেন।

ডিসেম্বর মাসে অভিযোগ ওঠার পর স্প্যানিশ একটি টেলিভিশনে সাক্ষাৎকারে আলভেজ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।  সংবাদমাধ্যমে তখন তিনি জানিয়েছিলেন, ঐ নারীকে তিনি চেনেনও না!

“আমি জানি না সেই নারী কে। তার নামও আমি জানি না, চিনিও না। জীবনেও দেখিনি তাকে”-দানি আলভেজ

স্পেনের লেস কোর্তেস অঞ্চল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন,

“গত বছর এক নারী নির্যাতনের ঘটনায় অভিযোগের ওপর ভিত্তি করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে আদালতে সোপর্দ করা হয়েছে”

সেই পুলিশ নাম খোলাসা করতে না চাইলেও গণমাধ্যমের বদৌলতে নাম চাউর হতে সময় লাগেনি। উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আলভেজ ছিলেন ব্রাজিলের বেশি বয়সী ফুটবলার। ক্লাব ফুটবলে ৩৯ বছর বয়সী রাইটব্যাক খেলেছেন বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজি, সেভিয়ার মতো ক্লাবে। আলভেজের চেয়ে বেশি শিরোপা জিততে পারেননি আর কোনো ফুটবলার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img