২৯ মার্চ ২০২৪, শুক্রবার

রানীর মৃত্যুর শোক কাটিয়ে “নর্থ লন্ডন ডার্বি” দিয়ে ফিরছে ইংলিশ লিগ

- Advertisement -

রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাবার পর প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। সেই বিরতিতে ফুলস্টপ বসিয়ে শনিবার সাত ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ডের চোদ্দ ক্লাব, যেগুলোর মধ্যে সবথেকে আকর্ষনীয় “নর্থ লন্ডন ডার্বি” । উত্তর লন্ডনের দুই ক্লাব আর্সেনাল আর টটেনহ্যাম হটসপার, মুখোমুখি হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। একইদিনে লিভারপুল এবং চেলসির ম্যাচও রয়েছে। অ্যাওয়েতে ব্লুজ প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস, অ্যানফিল্ডে মো. সালাহরা খেলবে টেবিলের চারে থাকা ব্রাইটনের বিপক্ষে।

নর্থ লন্ডন ডার্বি জমজমটা হওয়ার আভাস মিলছে কারণ চলতি মৌসুমে আর্সেনাল – টটেনহ্যাম দুই দলই রয়েছে দূর্দান্ত ফর্মে, ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে গানার্স, সমান ম্যাচে এক পয়েন্ট কম পেয়ে তৃতীয় অবস্থানে আন্তোনিও কন্তের দল। লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা দুই ম্যানচেস্টারের লড়াইয়ের মতো নর্থ লন্ডন ডার্বিরও রয়েছে সমৃদ্ধ অতীত।

 

 

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার (১৯১৪ – ১৯১৮) এক বছর পর ইউরোপের ক্লাব ফুটবলের লিগগুলো যখন নতুন করে শুরু হচ্ছিলো, তখন ইংল্যান্ডে কোন দল কোন ডিভিশনে খেলবে সেটা ঠিক করতে করা হয় লটারি। উত্তর লন্ডনে ছিলো দুই ক্লাব, আর্সেনাল – টটেনহ্যাম। ওই দুইয়ের কোন দল কোন ডিভিশনে খেলবে, ঠিক হয়েছিলো লটারিতে। ভাগ্যের খেলায় আর্সেনালের জায়গা হয়েছিলো প্রথম বিভাগে, টটেনহ্যাম সেকেন্ড ডিভিশনে। লটারিতে ভাগ্য নির্ধারিত হলেও তাতে দুই দলের খেলোয়াড় আর ভক্তদের তাতে মনে ভরেনি। শত বছরেরও বেশি হলো, উত্তপটা টিকে আছে যা এখন ঐতিহাসিক রাইভালরি, আধুনিক নাম “নর্থ লন্ডন ডার্বি” ।

 

১৯১৯ সালে প্রথম বিভাগে ওঠার পর গেলো একশো বছরে রেলিগেটেড হয়নি আর্সেনাল, যেটা ইংলিশ লিগেরও রেকর্ড। শত বছরে দেড়শো বার (১৫১) মুখোমুখি হয়েছে গানার্স – স্পার্স। আর্সেনাল জিতেছে ৭৯ বার, ৬১ ম্যাচে টটেনহ্যাম। বাকি গুলো ড্র। শতবর্ষী ফুটবল লড়াইয়ের শতমুক্তা খচিত মুকুটে আরেকটা পালক যুক্ত হবে শনিবার? হবে তো?

 

আর্সেনাল – টটেনহ্যাম ম্যাচ জমজমাট হওয়াই হয়তো স্বাভাবিক, একইভাবে ব্রাইটনের বিপক্ষে লিভারপুলকে দিতে হতে পারে বড় পরীক্ষা। টেবিলের আটে থাকা অলরেডদের বর্তমান ফর্ম ঠিক লিভারপুলের মতো না, মৌসুমের শুরু থেকেই অফফর্মে ইয়ুর্গেন ক্লপের দল। উলটো দিকে গেল এক যুগের মধ্যে সবচাইতে ভালভাবে লিগ মৌসুম শুরু করা ব্রাইটনের ফর্ম যত ভালই হোক, তাতের জন্য বাড়তি দুশ্চিন্তা হতে পারে কোচ গ্রাহাম পটারের চলে যাওয়া। নতুন কোচও কেউ নেই, সেই জায়গায় আপতকালীন দায়িত্ব নিয়েছেন লিভারপুলেই সাবেক মিডফিল্ডার অ্যাডাম লালানা। তার পরিকল্পনায় অ্যানফিল্ডে কতোটা প্রতিরোধ ব্রাইটন গড়তে পারবে, সেই প্রশ্ন তোলাই যায়। ওহ, আরেকটা কথা; শুধু কোচ না, খেলোয়াড় হিসেবেও মাঠে নামতে পারেন লালানা!

 

ব্রাইটন থেকে ভাগিয়ে নেয়া কোচ গ্রাহাম পটার এখন চেলসির দায়িত্বে, ব্লুদের নিয়ে প্রথমবার নামবেন প্রিমিয়ার লিগের ম্যাচে। সাতে থাকা চেলসি সেলহার্স্ট পার্কে নামবে ফেভারিট হিসেবেই কারণ, ৬ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ক্রিস্টাল প্যালেস আছে টেবিলের ষোল নম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img