২ মে ২০২৪, বৃহস্পতিবার

ইস্ট লন্ডনে নামছে আর্সেনাল, অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে বার্সেলোনা, পিএসজি

- Advertisement -

প্রিমিয়ার লিগে রবিবার নামছে নর্থ লন্ডনের দুই দল, আর্সেনাল এবং টটেনহ্যাম। গানারদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম,  টটেনহ্যামের অ্যাওয়ে ম্যাচ অ্যাস্টন ভিলার সাথে। স্পেনে মেসি-সুয়ারেজ লড়বেন আজ। একই দিনে রোনালদো, ইব্রাহিমোভিচ, এমবাপ্পেও খেলবেন তিনটি পৃথক ম্যাচে।

আর্সেনালের করুণ দশা চলতি সিজনে। একসময়ের ‘ইনভিন্সিবলস’ টেবিলের দশেই আটকে আছে ২৮ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে। মিড টেবিলের ক্লাবগুলোর হুঙ্কার এখন গানারদের জন্য ভীতির কারণ। ওয়েস্ট হ্যামের ভাগ্য খুলেছে চেলসির ড্রয়ে, পাঁচে আছে হ্যামাররা ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে, এক ম্যাচ বেশি খেলে তিন পয়েন্ট বেশি চেলসির। ওয়েস্ট হ্যামের জয়, সাথে পূর্ণ তিন পয়েন্ট একধাপ এগিয়ে দেবে। প্রিমিয়ার লিগের ইতিহাসে ওয়েস্ট হ্যামকে সবচেয়ে বেশিবার হারিয়েছে আর্সেনাল। রবিবার রাত নয়টায় ম্যাচ।

অপর ম্যাচে, টটেনহ্যাম-অ্যাস্টন ভিলার লড়াই। মরিনহোর শিষ্যরা টেবিলের আটে, ৪৫ পয়েন্ট নিয়ে। জিতলে দুই ধাপ উপরে উঠবে তারা। লামেলা, সনকে ছাড়াই নামবে স্পার্স। ইনজুরি সেরে এই ম্যাচে ফেরার অপেক্ষায় আছেন ভিলার জ্যাক গ্রিলিশ। বাংলাদেশ সময় সোমবার রাত দেড়টায় ম্যাচ।

রবিবার রাত সাড়ে এগারোটায় লা লিগার শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ আলাভেস। টপে থেকেও স্বস্তিতে নেই সিমিওনের দলটা, বার্সা-রিয়ালের সাথে স্বল্প পয়েন্টের ব্যবধানে লড়াইটা এখন ত্রিমুখী। টেবিলের উনিশে থাকা আলাভেসের বিপক্ষে জয়টা বেশ সহজই স্বাগতিকদের জন্য।

লেট নাইটে সোসিয়েদাদের মুখোমুখি হবে তিনে থাকা বার্সেলোনা। কাতালানদেরও দম ফেলার ফুরসত নেই। ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট, এক ম্যাচ বেশি খেলা রিয়ালের এক পয়েন্ট বেশি। সোসিয়েদাদ আছে চারে থাকা সেভিয়ার চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে। লিগে শেষ ১৭ ম্যাচ অপরাজিত মেসিদের খেলা সোমবার রাত দুইটায়।

ইতালিয়ান লিগে হোম ম্যাচে রাত আটটায় জুভেন্টাসের প্রতিপক্ষ বেনেভেন্তো। ঘণ্টা তিনেক পর এসি মিলান খেলবে ফিওরেন্তিনার মাঠে। তবে অফ পিচে পয়েন্ট টেবিলের লড়াইটা মিলান-জুভেন্টাসের মধ্যে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে এসি মিলান, জুভেন্টাস খেলেছে এক ম্যাচ কম, পয়েন্টটাও এক কম!

ফ্রেঞ্চ লিগ ওয়ানে সোমবার রাত দুইটায় অলিম্পিক লিওঁ বনাম পিএসজির ম্যাচ। দুই দলই সমান ২৯ ম্যাচে সমান ৬০ পয়েন্ট, শীর্ষে থাকা লিলেঁর চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে।লিওঁর মাঠে খেলাটা হবে লিগের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img