২৯ মার্চ ২০২৪, শুক্রবার

লিজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনালে ম্যাচসেরা রাজ্জাক

- Advertisement -

বয়স ৪১, প্রায় ৩ বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও এখনো বাঁহাতের স্পিন ভেল্কি দেখানো বন্ধ করেননি সাবেক বাংলাদেশি বাঁহাতি স্পিনার, আব্দুর রাজ্জাক। সোমবার লিজেন্ডস লিগ মাস্টার্স ক্রিকেটের ফাইনালে এশিয়ান লায়ন্সের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়ে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচটিতে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাজ্জাক, যার ফলে খুব কম রানেই গুটিয়ে যায় প্রতিপক্ষ ওয়ার্ল্ড জায়ান্টসের ইনিংস।

শুরুতে ব্যাট করতে নেমে  ৪ উইকেটে ১৪৭ রান করে ওয়ার্ল্ড জায়ান্টস। তাদের দেয়া ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় এশিয়ান লায়ন্স।

ফাইনালে টস জিতে আগে ব্যাটিং নেন ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক শেন ওয়াটসন। এরপর ম্যাচের প্রথম ওভারেই আব্দুর রাজ্জাকের হাতে বল তুলে দেন এশিয়ান লায়ন্সের অধিনায়ক শহিদ আফ্রিদি। এই ওভারে মাত্র ৩ রান খরচ করেন রাজ্জাক। এরপর ইনিংসের তৃতীয় ওভারে এসে মাত্র ১ রান খরচ করে মর্নে ফন উইক এবং শেন ওয়াটসনকে ফেরান রাজ্জা।

ম্যান অব দ্য ফাইনাল রাজ্জাক হলেও টুর্নামেন্ট সেরা এশিয়ান লায়ন্সের লংকান ব্যাটার উপল থারাঙ্গা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img