২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

শামীমা-ফারজানার ব্যাটে লড়াইয়ের পুঁজি

- Advertisement -

ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত কারণে ম্যাচের দৈর্ঘ্য ৫০ ওভার থেকে কমিয়ে ২৭ ওভারে আনা হয়৷

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা আজ অনেকটাই গুছিয়ে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল৷ ওপেনিং জুটিতে আসে ৫৯ রান৷ আউট হওয়ার আগে ওপেনার শামীমা সুলতানা করেন ৩৬ বলে ৩৩ রান। আরেক ওপেনার ফারজানা হক তুলে নেন ফিফটি। খেলেন ৬৩ বলে ৫২ রানের ইনিংস৷ অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা করেন ১৩ বলে ১১ রান, সোবহানা মোস্তারি করেন ২১ বলে ১৩ রান৷ এছাড়া শেষ দিকে লতা মন্ডল ৯*(১০) এবং সালমা খাতুন ৯(১০) রান করেন৷

নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। এর আগে দুইদলই নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে৷

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img