২৯ মার্চ ২০২৪, শুক্রবার

শিরোপা ধরে রাখতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টাইগ্রেসরা

- Advertisement -

এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হবে মেয়েদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। সেই লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা ধরে রাখতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা।

এশিয়া কাপের শিরোপা ধরে রাখতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা

এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে মালয়েশিয়ার মাটিতে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত এশিয়ার কাপের শিরোপা জেতেন জাহানারা-সালমারা। শিরোপা ধরে রাখতে নিজেদের সামর্থ্যের ১১০ ভাগ দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

“টি-টোয়েন্টিতে পার্থক্য খুবই কম। ম্যাচে যেই দল ভুল কম করবে তাদেরই জয়ের সম্ভাবনাটা বেশি থাকবে। স্বাগতিক হিসেবে শিরোপা ধরে রাখতে আমরা আমাদের সামর্থ্যের ১১০ ভাগ দিতেও প্রস্তুত আছি।” 

১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। যেখানে অংশগ্রহণ করবে ৭ টি দল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সিলেটে।

এশিয়া কাপে বাংলাদেশ দলের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (ক্যাপ্টেন), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, শোভনা মোস্তারী, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মগলা, ফারিহা ইসলাম, তৃষ্ণা ও সোহলী আক্তার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img