২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নেই রশিদ খান

- Advertisement -

ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না রশিদ খান। অনুশীলনের সময় পিঠে ব্যথা পেয়েছেন তারকা এই লেগ স্পিনার। রশিদের ইনজুরিতে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

প্রথম দুই ওয়ানডেতে রশিদকে না পেলেও তৃতীয় ওয়ানডেতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এক বিবৃতিতে তারা জানায়, “আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল তারকা রশিদ খান ব্যায়ামের সময় পিঠে ব্যথা পেয়েছেন। ডাক্তারের পরীক্ষার পর তাকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে”

সম্প্রতি গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে খেলেছেন রশিদ খান। গুজরাটের সবকটি ম্যাচেই খেলেছেন রশিদ। গুজরাট ফাইনালে খেললেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের। আইপিএল শেষ করেই দলের সাথেই যোগ দিয়েছেন রশিদ।

শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রশিদ খানকে পাচ্ছে না আফগানিস্তান

আসন্ন শ্রীলংকা সিরিজকে সামনে রেখে কিছুদিন আগেই ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী পেসার আব্দুল রহমান।

আফগানিস্তান স্কোয়াড:  হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্ম নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (শেষ ওয়ানডে), মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img