২৪ এপ্রিল ২০২৪, বুধবার

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দল ঘোষণা, নেই মুস্তাফিজ; ফিরেছেন সাকিব

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান, তাসকিনের জায়গায় ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা। সবশেষ স্কোয়ড থেকে বাদ পরেছেন ওপেনার সাদমান ইসলাম।

শরিফুল ইসলাম

দলের ষোলতম সদস্য হিসেবে থাকলেও পেসার শরিফুল ইসলামের ইনজুরি একটা বড় ফ্যাক্টর। জানানো হয়েছে যদি ইনজুরি ঠিক হয়ে যায়, তবেই দলের সাথে থাকবেন পেসার শরিফুল। ইবাদত আর খালেদকে বাদ দিলে স্কোয়াডের বাকি দুই পেসার শহিদুল ইসলাম আর রেজাউর রহমান রাজা।

জানা গেছে, আট তারিখে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এক দিনের অনুশীলনের পর ১০ এবং ১১ মে বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। প্রথম টেস্ট শুরু হবে ১৫মে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ঢাকায়, শুরু হতে ২৩মে।

স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাশ, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম (ইনজুরি অবস্থার ওপর নির্ভর করবে)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img