২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সাইফউদ্দিন-রাহিদের সুযোগ শেষ হয়ে যায়নি

- Advertisement -

জাতীয় দলের জন্য পুরোপুরি ফিট হলে মোহাম্মদ সাইফউদ্দিনকে এবং জাতীয় দলে নিয়মিত হতে পারলে আবু জায়েদ রাহিকে আবারো নেওয়া হবে কেন্দ্রীয় চুক্তিতে৷ শুক্রবার সকালে হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং আব্দুর রাজ্জাক৷

সাইফউদ্দিনের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, “আপনারা জানেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ইনজুরিতে পড়েছে এবং লং টাইম ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে। আমরা তাকে ডাক্তারও দেখিয়ে এনেছি লন্ডন থেকে৷ এখন ইতিবাচক সুস্থ হচ্ছে। প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য প্রস্তুত হচ্ছে। যখনই ও খেলায় ফিরে আসবে, যখনই জাতীয় দলের জন্য এবেইলঅ্যাবল হবে তখনই ওকে আমরা চুক্তিতে নিয়ে আসবো।”- মিনহাজুল আবেদীন নান্নু

রেগুলার হতে হবে রাহিকে

এছাড়াও নিয়মিত হলে সুযোগ থাকছে রাহির জন্যও। দলের নিয়মিত না হতে পারার কারণেই চুক্তি থেকে বাদ পড়েছেন এই পেসার। তার ব্যাপারে নান্নু জানান, “রাহী মাঝখানে কিন্তু অনেক দিন ধরেই রেগুলার হতে পারছেনা। এজন্য এই এক বছরের জন্য ওকে আমরা বাহিরে রাখবো। এরপর সে রেগুলার হতে পারলে আমরা তখন বলবো যে ওকে আবার চুক্তিবদ্ধ করতে।” – মিনহাজুল আবেদীন নান্নু

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img