২০ এপ্রিল ২০২৪, শনিবার

সাকিবের পাঁচে দিশেহারা আইরিশ ব্যাটাররা

- Advertisement -

চট্টগ্রামের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেয়া ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের বোলিং তান্ডবে আরও একবার বড় হারের মুখে আইরিশরা।

ব্যাটিংয়ে শুরুটা তেমন ভালো করেনি আয়ারল্যান্ড। নিজেদের ইনিংসের প্রথম বলেই আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। তবে এরপর গল্পটা শুধুই সাকিবময়। নিজের বোলিং তান্ডবে ইতোমধ্যে তুলে নিয়েছেন আইরিশদের পাঁচটি উইকেট।এছাড়াও এই ম্যাচে আরেকটি রেকর্ডে নিজের নাম লিখালেন সাকিব, তা হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন শীর্ষে অবস্থান করছেন তিনি।

যার ফলে কোনো প্রতিরোধ গড়ার আগেই তাসের ঘরের মতো বিখরে যায় আইরিশদের ইনিংস। চার ওভার বল করে মাত্র ২২ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন সাকিব। শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত ৮ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৬ উইকেটে ৬০ রান।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাস এবং রনি তালুকদারের আগ্রাসী ব্যাটিংয়ে ২০২ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img