২১ মে ২০২৪, মঙ্গলবার

সাকিবের সাথে মোহামেডানে রিয়াদ-মুশফিক

- Advertisement -

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ কবে অনুষ্ঠিত হবে এইব্যাপারে চূড়ান্ত সূচি এখনো প্রকাশ না হলেও, দল গোছানো শুরু করে দিয়েছে শীর্ষস্থানীয় ক্লাবগুলো। গত কয়েক বছর ধরেই মোহামেডান স্পোর্টিং ক্লাব দল গোছানোর দিক থেকে কিছুটা পিছিয়ে ছিল। গত বছরে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল দলটি, এবার চমক দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজদের দলে ভিড়িয়ে। দেশের প্রথম সারির খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে সাকিবের মোহামেডান; লক্ষ্যটা যে চ্যাম্পিয়নশিপ এটা অনুমান করাই যায়। প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান শেষবার শিরোপা জিতেছিল ২০০৮-২০০৯ মৌসুমে।

“লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়নশীপ। আমি আছি, মুশফিক আছে, সৌম্য, তাসকিন আছে, সাকিব যোগ দিবে। আমরা ছাড়াও বেশকিছু ভাল খেলোয়াড় আছে দলে। ভাল খেললে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণই দেখিনা”- চুক্তি শেষে বলছিলেন টাইগার অধিনায়ক রিয়াদ

চ্যাম্পিয়নশীপের কথা বলেছেন মুশফিকও। সেইসাথে লুকোননি মোহামেডানে যোগ দিতে পেরে নিজের খুশিটাও।

“মোহামেডান অনেক বড় ক্লাব। গত কয়েক বছরে হয়ত সেভাবে সাফল্য আসেনি, কিন্তু এবারে বেশকিছু ভাল খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে। লক্ষ্য অবশ্যই থাকবে চ্যাম্পিয়ন হওয়া। মোহামেডানের মতো ক্লাবে খেলতে পেরে গর্ববোধ হচ্ছে”- বলছিলেন মুশফিক

 

প্রিমিয়ার লিগের জন্য মোহামেডান দল

সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, হাসান মাহমুদ, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, সোহরাওয়ার্দি শুভ, নাজমুল অপু, আব্দুল মাজিদ, রুবেল মিয়া, জাহিদুজ্জামান সাগর (উইকেটকিপার), সাকিল (উইকেটকিপার), সালাউদ্দিন শাকিল, ইয়াসিন আরাফাত মিশু, আরিফুল ইসলাম (অনুর্ধ্ব-১৯ দল), শামসুল ইসলাম ইপন (অনুর্ধ্ব-১৯ দল)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img