১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সাদা বলে বাংলাদেশের অপার সম্ভাবনা দেখছেন শ্রীরাম

- Advertisement -

বাংলাদেশের ক্রিকেট মহলে হঠাৎই গুঞ্জন রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। তবে শুক্রবারেই সেই গুঞ্জনের ইতি টানলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন কোচ নয়, টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন অস্ট্রেলিয়ার সাবেক সহকারী কোচ। দায়িত্বে থাকবেন বিশ্বকাপ পর্যন্ত।

বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের পরামর্শকের দায়িত্ব নিতে আছেন অধীর আগ্রহে। রবিবার পা রাখবেন বাংলাদেশে। এর আগে মুখিয়ে আছেন দায়িত্ব নিতে।

বিসিবির অফিসিয়াল ঘোষণার পর শুক্রবার এক ভিডিও বার্তায় বলেন, ‘‘২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং শীর্ষ পর্যায়ে নয় বছরের কোচিংয়ে অভিজ্ঞতা নিয়ে আমি এখানে এসেছি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আমি সত্যিই মুখিয়ে আছি।’’

রবিবার বাংলাদেশে পা রাখবেন শ্রীরাম

দীর্ঘদিন অস্ট্রেলিয়ার সহকারী কোচের ভূমিকায় ছিলেন। দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। এর পরই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটি আবার অস্ট্রেলিয়াতে। তাই এমন ইভেন্টগুলোতে বাংলাদেশের সম্ভাবনাও দেখেছেন শ্রীরাম, ‘‘আমার বিশ্বাস, সাদা বলে বাংলাদেশের অপার সম্ভাবনা আছে। এই মেধাবী ক্রিকেটারদের সঙ্গে দুটি বড় ইভেন্টে সম্পৃক্ত হওয়ার কথা ভাবলেই রোমাঞ্চিত বোধ করছি।’’

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img