২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সিরিজে সমতা ফেরাতে মরিয়া নিউজিল্যান্ড

- Advertisement -

বুধবার বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ তৃতীয় ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। ফলে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা। বুধবার চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুদল।

একেবারে অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফর করেছে নিউজিল্যান্ড। সেই কিউইরা শেষ ম্যাচে দেখিয়েছে উন্নতি কিভাবে করতে হয়। প্রথম ম্যাচে ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচে একেবারে শেষবল পর্যন্ত লড়াই করা। সর্বশেষ ম্যাচে শুধু লড়াই করেই থেমে থাকেনি, জিতে ছেড়েছে। তাও বেশ বড় ব্যবধানে।

মিরপুরের উইকেট নিয়ে চিন্তার শেষ নেই। তাই প্রতি ম্যাচের আগেই স্কিল প্র্যাকটিসের চেয়ে উইকেটেই মনোযোগ বেশি থাকে দুদলের কোচ-অধিনায়কের। এ ম্যাচের আগেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝড়িয়েছে দুইদল। কিউই কোচ গ্লেন পকন্যালের কন্ঠে ঝড়েছে সিরিজে সমতা ফেরানোর প্রত্যয়।

“এটা দারুণ ব্যাপার যে এখান থেকে আমাদের অনেক কিছুই পাওয়ার আছে। আমাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। আগামীকাল ২-২ করে ফেলতে পারি আমরা। তার পর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত”-সিরিজে সমতা ফেরানোর প্রসঙ্গে পকন্যাল

আগের ম্যাচে ব্যাটসম্যানদের দুর্বলতায় হেরেছে বাংলাদেশ। তবুও টাইগার ব্যাটসম্যানদের নিয়ে আশাবাদী ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।

“জিম্বাবুয়েতে আমরা চেজ করেছি, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই রান তাড়া, যেখানে আফিফ হোসেন এবং নুরুল হাসান সোহান ভালো একটি জুটি গড়েছিল। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দলের মধ্যে সমন্ব্য থাকা। উইকেট যেমনই হোক আপনার দলে স্ট্রাইক রোটেট করতে পারা ব্যাটসম্যান জরুরি, বাউন্ডারিও মারতে পারবে এমন ব্যাটসম্যান জরুরি, প্রয়োজন হলে স্লগ ওভারে ৯/১০ রান নেওয়ার সক্ষমতা থাকতে হবে। আমার দলে এমন খেলোয়াড় আছে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img