ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু করার পর; দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ এ দল। মঙ্গলবার ডু অর ডাই ম্যাচে আফগানিস্তান এ দলের বিপক্ষে মাঠে নামবে সাইফ হাসানের দল। এই ম্যাচে জিতলে সেমিফাইনাল নিশ্চিত করবে টাইগাররা। শ্রীলঙ্কার পিসারা ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।
ইমার্জিং এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ দল। স্কোয়াডে সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মাহেদী হাসান, মাহমুদুল হাসান, জাকির হাসান ও সাইফ হাসানের মতো জাতীয় দলে খেলা খেলোয়াড়দের নিয়ে গেছে টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে হতাশ করলেও; দারুণ ব্যাটিং করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিলেন সৌম্য সরকাররা। এরপর দ্বিতীয় ম্যাচে ওমানকে কোনো পাত্তাই দেয়নি সাইফ হাসানের দল। বোলারদের দারুণ বোলিংয়ের পর, দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাঈম শেখের ব্যাটে ৮ উইকেটের ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
ওমানের বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়াও টুর্নামেন্ট শুরুর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয় ভালো কিছু করার আত্মবিশ্বাস দিচ্ছে টাইগারদের। এই ম্যাচে আফগানদের হারানোর বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশ। এমনটিই জানিয়েছেন জয়। ‘অলরাউন্ডারকে’ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মোটামুটি একটা রেপুটেশনের ব্যাপার এইটা, আফগানিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কোনো সুযোগই দেখছি না।“
জয়ের কথাতেই স্পষ্ট, আফগানিস্তানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। টুর্নামেন্টে টিকে থাকতে টাইগারদের জয়ের বিকল্প নেই।