২০ এপ্রিল ২০২৪, শনিবার

হাথুরু অধ্যায় শুরুর মধ্য দিয়ে কি শেষ হচ্ছে শ্রীরাম আসার সম্ভাবনা?

- Advertisement -

দুই বছরের জন্য চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচ হয়ে আসছেন, সেই খবর প্রায় সকলের জানা। কিন্তু প্রশ্ন হলো, শ্রীধরন শ্রীরামের আসা নিয়ে যেই গুঞ্জন, সেটার কি তাহলে এখানেই দ্য এন্ড?

‘দ্য এন্ড’ বলার কারণ, মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিন ফরম্যাটের দায়িত্বেই হাথুরুসিংহের আসার কথা জানিয়েছেন; সাথে একজন সহকারী কোচ নিয়োগের কথা জানালেও, শ্রীরামকে নিয়ে আলাদা করে কিছুই বলেননি। পাপনের ভাষ্যমতে, সহকারী কোচের জন্য পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা করেছে বিসিবি, যারা কি না ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে এসে সাক্ষাৎকার দেবেন। সেই তালিকার একজন নিশ্চিতভাবেই শ্রীধরণ শ্রীরাম!

আবারো বাংলাদেশ দলের দায়িত্বে হাথুরুসিংহে

কিন্তু, তিন ফরম্যাটেই যদি হাথুরুসিংহে প্রধান কোচ হোন, তাহলে তার সহকারী হিসেবে ভারতীয় শ্রীরাম কাজ করতে কতটুকু আগ্রহ প্রকাশ করবেন সেটা চিন্তা করার মতোই বিষয়। কারণ, স্বাধীনতা নিয়ে কাজ করাটা দুই কোচেরই সবচেয়ে প্রিয়। অন্যের অধীনে কাজ করলে পূর্ণ স্বাধীনতা নিয়ে শ্রীরাম কাজ করতে পারবেন না, সেটা জেনেও তিনি বাংলাদেশে আসবেন সেই সম্ভাবনা নেই বললেই চলে।

তবুও, শ্রীরামের আসা নিয়ে এখনও আছে জোর গুঞ্জন। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে ২৫ ফেব্রুয়ারি অব্দি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img