২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

হাথুরু জানে কাকে নিয়ে কিভাবে প্ল্যান করতে হবে: মিরাজ

- Advertisement -

ফেব্রুয়ারি মাস থেকেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নেবেন চন্ডিকা হাথুরুসিংহে। এ নিয়ে উচ্ছ্বসিত মিরাজ। তার মতে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আসার পর তেমন কোনো অসুবিধায় পড়বেন না হাথুরু।

মিরাজ বলেন, “হাথুরু সবকিছু জানে এবং বাংলাদেশের্ প্রত্যেকটা খেলোয়াড়কে চিনে। পরিবেশ সম্পর্কে তার পরিষ্কার ধারনা রয়েছে। কোন জায়গায় ডেভলপ করতে হবে কোন জায়গা নিয়ে কাজ করতে হবে সেটা জানে

িরাজের মতে হাথুরু সবকিছুই ঠিকমতো সামলে নিতে পারবেন। এ বিষয়ে তিনি বলেন, কোনো একটা নতুন কোচ আসলে তার নতুন করে চিন্তা করতে হয়, কিন্তু ওর সেটা করতে হবে না। ও সবাইকে নিয়ে কাজ করেছে এর আগে, তাই ও জানে যে কাকে নিয়ে কিভাবে প্ল্যান করতে হবে

াথুরুর অধীনেই বাংলাদেশের হয়ে নিজের অভিষেক টেস্ট সিরিজ খেলেছিলেন মিরাজ। স্মৃতিচারণ করলেন সেই সময়েরও। তিনি বলেন,যখন ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানে উইকেট পড়েনি, তখন আমরা একটু হতাশ ছিলাম। ভাবছিলাম জেতা ম্যাচ হেরে যাচ্ছি। কিন্তু হাথুরু আমাকে বলেছিল, তুমি চাইলে এই ম্যাচটি এখান থেকে জেতাতে পারো। মাত্র একটা উইকেট। সেটা গেলেই নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন হবে

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img