আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছে ভারত ফুটবল জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বৃস্পতিবার ছেত্রী জানান, বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ জুন কুয়েতের বিপক্ষে ম্যাচটিই হবে তাঁর শেষ ম্যাচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ছেত্রী লিখেন, “গত ১৯ বছরের স্মৃতি ও অনুভূতি বলতে গেলে, দায়িত্বের চাপ ও দারুণ আনন্দের এক সমন্বয় ছিল। ব্যক্তিগতভাবে কখনোই ভাবিনি যে দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছি বা এই করেছি সেই করেছি, ভালো বা খারাপ করেছি। তবে এখন আমার এসব মনে হচ্ছে। গত এক-দেড়-দুই মাসে এসব ভাবনায় এনেছে, যা খুবই অদ্ভুত। এরকম একটা সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছি বলেই হয়তো এসব ব্যাপার ভাবনায় আসছিল। পরের ম্যাচটিই আমার শেষ ম্যাচ।”
আন্তর্জাতিক ফুটবলে ১৯ বছরের ক্যারিয়ার হলেও ছেত্রীর পেশাদার ফুটবল শুরু হয় ২১ বছর আগে দিল্লিতে। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ভারতের জার্সিতে অভিষেক হয় ভারতীয় এই তারকার। দলের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫০টি ম্যাচ খেলেছেন ছেত্রী। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিকও তিনি। তাঁর থেকে বেশি গোল করা বাকি তিনজন হলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো (১২৮), ইরানের আলি দাইয়ি (১০৮) ও লিওনেল মেসি (১০৬)।