১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

৬ বছর পর আরব আমিরাতের মুখোমুখি টাইগাররা

- Advertisement -

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। রবিবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে টাইগাররা। এর আগে সবশেষ ৬ বছর আগে এশিয়া কাপে একবারই মুখোমুখি হয়েছে এই দুই দল। দেশের মাটিতে হওয়া সেই ম্যাচটাও জিতে নিয়েছিল টাইগাররা।

বলা যায়, পুরোপুরি অচেনা একটা দলের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও ম্যাচের আগে সতর্ক অবস্থানে টাইগাররা। অধিনায়ক নুরুল হাসান সোহানের দলে ওপেনার হিসেবে সাব্বির রহমান এবং এক বছর পর দলে ফেরা সৌম্য সরকারকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। এটাই হতে পারে সৌম্যের জন্য শেষ সুযোগ।

তিনে চোট থেকে সেরে ওঠা লিটন দাশ এবং চারে আফিফ হোসেনের প্রোমোশন হতে যাচ্ছে। টাইগার টিমে ‘ম্যান টু ওয়াচ’ হতে যাচ্ছেন আফিফ। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা আফিফ শেষ পাঁচ ইনিংসে ১৩০ স্ট্রাইক রেটে তুলেছেন ১৩০ রান। তাই টপ অর্ডারে তার দিকে আলাদাভাবেই নজর থাকবে সবার।

মিডল অর্ডারে পাঁচে খেলবেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা ইয়াসির আলী রাব্বি, ছয় নম্বর পজিশনে সোহান খেলবেন। ফিনিশারের ভূমিকায় থাকবেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত।

কন্ডিশন বিবেচনায় দলে দেখা যেতে পারে তিন পেসার মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদকে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলে বাঁহাতি স্পিনারের অভাব পূরণ করতে একাদশে থাকতে পারেন নাসুম। শেষ পাঁচ ম্যাচের চারটাতেই হারলেও নিঃসন্দেহেই এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টিম টাইগার্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রথম টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ: 
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাশ, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img