২৯ মার্চ ২০২৪, শুক্রবার

ফেদেরারের বিদায়, সেমিতে হারকাজ

- Advertisement -

উইম্বলডন তাঁকে কম অভিজ্ঞতা দেয়নি। শিরোপাই তো জিতেছেন ৮ বার! ক্যারিয়ারের সায়াহ্নে এসে পেলেন সম্পূর্ণ বিপরীত এক অভিজ্ঞতা। র‍্যাংকিংয়ে ১৪তম বাছাই হাবার্ট হারকাজের কাছে হেরে গেলেন সরাসরি সেটে। বিদায়টাও হলো জীবনের অমোঘ নিয়ম মেনেই, ভালো সময় যেখানে থাকে খারাপ সময়ের সঙ্গী হয়ে।

শেষ সেটটাতেই হারলেন সবচেয়ে করুণভাবে। কোনো জয় ছাড়াই ফেদেরার শেষ করলেন আস্ত একটা সেট, অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের দর্শকরা এমন কিছু দেখলেন প্রথমবার। কিছু প্রথম হয়তো অপ্রত্যাশিত, ফেদেরারের সেটা ভালোই বোঝার কথা। তবে প্রতিপক্ষ হারকাজের কাটছে না বিস্ময়।

‘ব্যাপারটা সুপার স্প্যাশাল আমার কাছে। ফেদেরার এখানে কত দারুণ কিছু করেছে। এখানে খেলতে পারছি। স্বপ্ন সত্যি হলো।‘

ছবি: ইন্টারনেট
তবে হয়তো স্বপ্ন হলো সত্যি। ছবি: ইন্টারনেট

বুধবার ম্যাচের শুরু থেকেই হারকাজের আধিপত্য ছিল স্পষ্ট। পনেরোবার ফেডেরারের সার্ভিস ব্রেক করার সুযোগ তৈরি করেছেন, কাজে লাগিয়েছেন পাঁচবার। ফেদেরার সুযোগই পাননি পাঁচবারের বেশি। সেমিফাইনালে হারকাজ মুখোমুখি হবেন মাতেও বেরেত্তিনি আর ফেলিক্স আলিয়াসমের ম্যাচে জয়ীর জয়ীর বিপক্ষে।

লক্ষণীয় ব্যাপার হচ্ছে, হারের পরেও হাসিমুখেই মাঠ ছেড়েছেন ফেদেরার। তিনিও হয়তো জানেন, সবার মতো তিনিও মুহূর্তের কবি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img