১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

ক্রোয়েশিয়াকে রুখে দিতে প্রস্তুত জাপান

- Advertisement -

জার্মানি-স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাজার হালেই রাউন্ড অব সিক্সটিনে উঠেছে জাপান। এবার আরো একটা অঘটন ঘটিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লেখাতেই মাঠে নামবে জাপানিরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে আল জয়নব স্টেডিয়ামে তাদের নকআউট মিশন শুরু সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায়।

বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া-জাপান। ১৯৯৮ বিশ্বকাপে ১-০ গোলে জিতেছিল ক্রোয়েটরা এবং ২০০৬ বিশ্বকাপের ম্যাচে গোলশুন্য ড্র করেছিল এই দুই দল, দুটো ম্যাচই ছিল গ্রুপপর্বে। আর এর আগে ১৯৯৭ সালে কিরিন জাপান কাপেও ৪-৩ গোলে হেরেছিল জাপানিজরা।

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন লুকা মদ্রিচ

নামেভারে, শক্তিমত্তা সব দিক থেকেই এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ১২-তে থাকা ক্রোয়েটরাই। তবে, ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৪-এ থাকা জাপানিজদের আছে এবারের আসরে দুই ইউরোপিয়ান দলকে হারানোর সুখস্মৃতি। গ্রুপ পর্বে তিন প্রতিপক্ষের জালে দিয়েছে চার গোল আর হজম করেছে তিনটা। তবে, ইতো-তানাকাদের মূলশক্তি তাদের এক হয়ে খেলার মানসিকতা।

অপরদিকে, গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ৪-১ গোলের জয় ছাড়া বাকি দুই ম্যাচই গোলশুন্য ড্র করেই কোনোমতে নকআউটে পৌঁছেছে লুকা মদ্রিচ-ব্রোজভিচরা। তাই পরের রাউন্ডে যেতে হলে এ ম্যাচে সেরা খেলাটাই দেখাতে হবে ক্রোয়েশিয়াকে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img