৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বিজয়ের সুযোগ মিলবে তো?

- Advertisement -

এশিয়া কাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এনামুল হক বিজয় সবকটিতেই দলের সাথে থাকলেও এখনো সুযোগ পাননি একটিতেও। তবে গুঞ্জন আছে, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ম্যাচে খেলতে পারেন ডানহাতি এই উইকেট কিপার ব্যাটার।

টুর্নামেন্টে নিজেদের প্রথমটিতে দাসুন শানাকার দলের বিপক্ষে ইনিংসের শুরুটা করেছিলেন নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। এক ম্যাচ পর আর একাদশে জায়গা মেলেনি বাঁহাতি এই ব্যাটারের। এরপরই এই পজিশনে পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে সফলও হয়েছে তারা। মেহেদী হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের শুরু করে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতে বেশি সময় লাগেনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শূণ্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তাই লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে আসতে পারে এই পজিশনে পরিবর্তন।

ধারণা করা হচ্ছে সুযোগ পেতে পারেন বিজয়। সেক্ষেত্রে একাদশের বাইরের যেতে পারেন নাঈম। এছাড়াও আরও একটি জায়গায় পরিবর্তন আসতে পারে। শামীম পাটোয়ারীর জায়গায় কলম্বোর উইকেট বিবেচনায় শেখ মাহেদীকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেতে পারেন বিজয়

তবে হেডকোচ সিদ্ধান্ত নিতে চান একদম শেষ সময়ে। শুক্রবারে তিনি বলেছেন, “আমরা এটা নিয়ে ভাবছি। তবে এখনো সিদ্ধান্ত নিইনি। কাল এখানে এসে সিদ্ধান্ত নেব। কন্ডিশন কেমন থাকে, আবহাওয়া কেমন থাকে, তা দেখতে হবে। গত কয়েক দিনের আবহাওয়া একদম অন্যরকম। এই সিদ্ধান্ত আমরা যতটা দেরিতে নিতে পারি, ততই ভালো”

বিজয় একাদশে সুযোগ পেলে তার সাথে ইনিংসের শুরুটা করতে পারেন লিটন কুমার দাশ। দেখা যাক, ডানহাতি এই ব্যাটারকে একাদশে রাখেন কিনা টিম ম্যানেজমেন্ট। তা দেখার জন্য সমর্থকদের অপেক্ষা করতে হচ্ছে শনিবার ৩:৩০ মিনিট পর্যন্ত।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img