৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

লিটনের ইনিংসে হাথুরুর স্বস্তি

- Advertisement -

দল হেরেছে বড় ব্যবধানে। মূলত দুই দলের মধ্যে শক্তিমত্তার পার্থক্যই মঙ্গলবারের ম্যাচে পরিষ্কার হয়েছে। কিছু না পাওয়ার ম্যাচ থেকে ইতিবাচক কিছু খুঁজলে সেটা লিটন দাশের ৬৬ বলে ৭৬ রানের ইনিংস। ম্যাচে তার এই ইনিংস তেমন কোনো ব্যবধান না গড়লেও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে খুশি!

এই ম্যাচ থেকে যদি ইতিবাচক কিছু নিতেই হয় তবে সেটা লিটনের ফর্মে ফেরা। সে যেভাবে ব্যাট করেছে সেটা আমাদের জন্য ভালো দিক। আমরা জানি সে ম্যাচ উইনার। আমাদের শুরু থেকেই রান দরকার। দ্রুত উইকেট হারালে চলবে না। সুতরাং সে যে রানে ফিরেছে সাথে মুশফিকের রান পাওয়াটাও ইতিবাচক – ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন চন্ডিকা হাথুরুসিংহে

ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্ম্যান্সের স্বস্তি থাকতে পারে। তবে কোচদের পুরো চিন্তা’টাই দল কেন্দ্রিক! দল হারলে সেই হারের থেকেই ইতিবাচক কিছু খোজার চেষ্টা করেন তারা! হাথুরুও সেটাই করছেন।

“শেষ দুই ম্যাচ তার (তানজিদ হাসান তামিম) ভালো যায়নি। কিন্তু দুটো প্রস্তুতি ম্যাচেই সে রান পেয়েছে। সে মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। যদি আপনি দুই ম্যাচ দিয়ে কোনো ক্রিকেটারকে বিবেচনা করার কথা বলেন তবে মালান হয়তো এই ম্যাচটা খেলতেই পারত না। সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে”

সবই হচ্ছে, তবে ইবাদত হোসেনের অভাব যে পূরণ হচ্ছে না; সে ব্যাপারে দ্বিধা নেই কারো! পেস ইউনিটের মলিন পারফর্ম্যান্সে যেন ইবাদতের অভাব আরো বেশি বোধ হচ্ছে।

“বিশ্বকাপে ইবাদত না থাকাটা দুর্ভাগ্যজনক। সে যদি এখানে থাকতো তবে আমাদের হাতে অপশন থাকতো। তবে আমরা তিনজন পেসারই খেলিয়েছি। তারা তাদের কাজটা করে দিয়েছে। আমার কাছে মনে হয়, দুটো ম্যাচ দুটো খারাপ দিন ছাড়া আর কিছুই নয়। তারা অনেকদিনধরেই দারুণ বল করে আসছে”

বিশ্বকাপে বাংলাদেশের ধর্মশালা পর্ব শেষ। ১৩ই অক্টোবর পরের ম্যাচে চেন্নাইতে সাকিবের দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img