নিউজিল্যান্ডের বাকি ব্যাটাররা যেখানে বাংলাদেশী বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারছিলেন না। সেখানে বিশ সাবলীলভাবে মাহেদি হাসান-রিশাদ হোসেনদের সামাল দিচ্ছিলেন তিনি। কিউই ওপেনার ভয়ংকর হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। অ্যালেন প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৩১ বলে ৩৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫১ রান। ৪ বলে ৪ রান করে অপরাজিত আছেন জিমি নিশাম, মিচেল স্যান্টনারের সংগ্রহ ১ বলে ১ রান।
অল্প রান করে জয়ের জন্য যেটা প্রয়োজন, প্রতিপক্ষের দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া। সেটাই ভালোভাবে করেছে শেখ মাহেদি। কিউই ওপেনার টিম সেইফার্টের পর তিনে আসা ড্যারিল মিচেলকেও ফিরিয়েছেন ডানহাতি এ অফ স্পিনার।
মাহেদিকে রিভার্স সুইপ করেছিলেন সেইফার্ট। কিন্তু বলে ব্যাটে করতে পারেননি। উইকেটের পেছনে দারুণভাবে স্ট্যাম্পিং করেছেন রনি তালুকদার। তিনে আসা মিচেল শুরু থেকেই মাহেদিকে খেলতে ভুগছিলেন। ডানহাতি এ স্পিনারের উপর চড়াও হতে গিয়ে শট মিডঅফে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর গ্লেন ফিলিপসকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন শরিফুল ইসলাম।