ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন এ ক্রীড়া সংগঠক। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আজ (মঙ্গলবার) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। আইসিসির ইতিহাসে জয় শাহর চেয়ে কম বয়সে চেয়ারম্যান নির্বাচিত হননি আর কেউ। বর্তমানে ভারতের এই ক্রীড়া সংগঠকের বয়স পয়ত্রিশ।
চলতি বছরের নভেম্বরে শেষ হতে যাচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কেলের মেয়াদ। এই মেয়াদসহ টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে কাজ করছেন তিনি।
ডিসেম্বরের শুরুতে দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। আগামী ছয় বছর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।