১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

বিশ্বকাপের আট মাস আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক চুড়ান্ত

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খুব একটা সুবিধা করতে পারছে না অস্ট্রেলিয়া। এমনিতেই দল ভালো না করলে কথা শুনতে হয় অধিনায়কের, সেখানে যদি পারফর্মেন্সে থাকে ঘাটতি তবেতো আর কথাই নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে অস্ট্রলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের রান ১৩।

গণমাধ্যমের সমালোচনার শিকার হয়েছেন ফিঞ্চ। স্বাভাবিকভাবেই তার অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও অস্ট্রেলিয়ান টিম ম্যানেজম্যান্ট ভাবছে ভিন্নভাবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চকেই অধনায়কত্বের দায়িত্বে রাখছে অস্ট্রেলিয়া, এমটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম মেলবোর্ন হেরান্ড।

অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানলেরে সদস্য জর্জ বেইলির বরাত দিয়ে মেলবোর্ন হেরান্ড বলেছে, অক্টোবরে ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপে বেগি গ্রিনদের অধিনায়ক থাকবেন ফিঞ্চ। এমনকি ফিঞ্চের অধিনায়কত্ব নিয়ে কথাবার্তা বাড়াবাড়ি মনে হয়েছে বেইলির।

বেইলির বক্তব্যের আগে অবশ্য সিডনি মর্নিং হেরান্ড অ্যারন ফিঞ্চের অধিনায়ক থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। গণমাধ্যমটির ভাষ্য ছিল, বিশ্বকাপে নিজের জায়গা ধরে রাখতে পারবেন না ফিঞ্চ; অধিনায়ক থাকা না থাকার কথা তো পরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img