১১ মে ২০২৫, রবিবার

পিএসজিতে নিষিদ্ধ মেসি

- Advertisement -

পিএসজি কর্তৃপক্ষ এবং কোচের অনুমতি ছাড়াই সৌদি আরবে যাওয়ায় ২ সপ্তাহের জন্য ক্লাবে নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। এ সময়ে অনুশীলনে নিষেধাজ্ঞার পাশাপাশি ক্লাব থেকে কোনো প্রকার আর্থিক সুবিধাও পাবেন না এলএমটেন। এমনকি, পিএসজির সাথে আগামী মৌসুমে চুক্তি নবায়ন নিয়েও আছে শঙ্কা।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর দেয়া তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে পিএসজি। অর্থাৎ, এ মৌসুমই হতে যাচ্ছে পিএসজিতে মেসির শেষ মৌসুম।

গত রবিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে লঁরিয়ের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ১-৩ গোলে হারতে হয় মেসি-এমবাপ্পের দলকে। ঐ ম্যাচ শেষেই সৌদি আরবে যাওয়ার জন্য পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস কাছে অনুমতি চান মেসি। তবে পরদিনই দলের অনুশীলন থাকায় তাঁকে সৌদিতে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। কিন্তু নিষেধ সত্ত্বেও সপরিবারে সৌদি আরবে এসেছেন মেসি। তাতেই, এই নিষেধাজ্ঞায় পড়তে হলো এই আর্জেন্টাইনকে। এ সময় পিএসজির দুটি ম্যাচ মিস করবেন মেসি, আগামী ২১ মে অঁজার বিপক্ষে ম্যাচে আবার মাঠে নামতে পারবেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img