৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

মাশরাফীকে বাদ দিয়ে দল ঘোষণা!

- Advertisement -

উইন্ডিজ সিরিজকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মাশরাফী বিন মোর্ত্তজা। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল এবং ২০ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি।

গুঞ্জন ছিল উইন্ডিজ সিরিজেই বাদ পড়ছেন মাশরাফী। সেই গুঞ্জনই সত্যি হল। দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দল নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মাশরাফীকে না রাখার বিষয়ে প্রধান নির্বাচক বলেন-সবার সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৩ বিশ্বকাপকে পরিকল্পনায় রেখে এখন থেকেই দল সাজানোর কাজ শুরু করেছে নির্বাচক প্যানেল। এদিকে টেস্টের প্রাথমিক দলে রাখা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। ওয়ানডে দলে নতুন মুখ পেস বোলার শরিফুল ইসলাম ও ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।

১০ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা উইন্ডিজ ক্রিকেট দলের। সিরিজ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।  ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে শেষ ওয়ানডে। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

উইন্ডিজ সিরিজে প্রাথমিক দল:

ওয়ানডে দল:  তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ, মোসাদ্দেক, সৌম্য, ইয়াসির আলি, নাইম শেখ, তাসকিন, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, মোস্তাফিজ, মিরাজ, তাইজুল, নাসুম, পারভেজ ইমন, মাহাদী হাসান, রুবেল হোসেন

টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, তাসকিন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজ, মিরাজ, তাইজুল, নুরুল হাসান, সাদমান, নাইম হাসান, এবাদত হোসেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img