৯ মে ২০২৫, শুক্রবার

তামিম-লিটনের সামর্থ্য নিয়ে আপনি কি এখনও চিন্তিত?

- Advertisement -

ওপেনিংয়ে নতুন জুটি, প্রশ্ন ছিল অনেক! তানজিদ হাসান তামিমের মতো তরুণ একজনকে কোন বিবেচনায় বিশ্বকাপের মতো ইভেন্টে ওপেনার হিসেবে নেয়া হলো, তা নিয়েও ছিল অনেকের অনেক প্রশ্ন। শুধু ছিল না বোধহয় একজনের। তার নাম সাকিব আল হাসান, বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক। টি-স্পোর্টসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সাকিব বলেছেন, লিটন-তামিমকে প্রতিদিন ভালো করতে হবে না। শুধু যেদিন শুরুটা পাবে, তারা যেনো দারুণ শেষের চেষ্টা করে।

লিটন-তামিম শুরুটা পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। শেষ অব্দি কতদূর যেতে পারবেন সেটা সময় বলে দেবে, তবে পাওয়ারপ্লেতে যেভাবে ব্যাটিং করেছেন দুজন মিলে, তার প্রশংসা করতেই হয়। শ্রীলঙ্কার মতো খুব দারুণ শুরু করেছে বাংলাদেশ? উত্তর বোধহয় ‘না’। টাইগাররা শুরুটা করেছেন দেখেশুনে, মারার বলটা মেরেছেন। অতিরিক্তি ঝুঁকি নিয়ে খেলার চেষ্টা একবারের জন্যও করেননি। ঠিক যেমন ব্যাটিংটা বিশ্বকাপে দুই ওপেনারের কাছে প্রত্যাশিত।

পাওয়ারপ্লের দশ ওভার শেষ, বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। লিটন দাশের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২১*, তানজিদ তামিম ৩১* রান করেছেন ৩৫ বল খেলে। তামিমের ব্যাট থেকে এসেছে ৫ বাউন্ডারি, দুজনের মিলে সংখ্যাটা ৯।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img