ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। জয়পুরে বুধবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
চলমান আইপিএলে শুরুটা দারুণ করেছে সঞ্জু স্যামসনের রাজস্থান। চার ম্যাচের প্রতিটিতেই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে জস বাটলার-যুজবেন্দ্র চাহালরা। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়ান পরাগরা। টানা পঞ্চম জয়ের লক্ষ্যে গুজরাটের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান।
নিজেদের দুর্দান্ত ফর্ম আর প্রতিপক্ষের নড়বড়ে শুরু, পঞ্চম জয়ের ব্যাপারে রাজস্থানের আশার পালে হাওয়া দিচ্ছে। সবশেষ ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন বাটলার। এছাড়াও এবারের মৌসুমে নিজেকে নতুন করে চিনিয়েছেন পরাগ। এবার ব্যাটিং অর্ডারে প্রমোশনও হয়েছে ডানহাতি এ ব্যাটারের। তাতেই পরাগের কাছ থেকে সেরাটা পাচ্ছে রাজস্থান। সাথে অধিনায়ক স্যামসন ও জসওয়াল তো আছেনই।
তবে গুজরাটের বিপক্ষে অতীত পরিসংখ্যান রাজস্থানের হয়ে কথা বলছে না। দুই দলের সবশেষ ৫বারের দেখায় মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে স্যামসন-বাটলাররা। বিপরীতে রশিদ খান-শুবমান গিলদের কাছে হেরেছে ৪টি ম্যাচ।
গুজরাটের এখনো টুর্নামেন্টে সুবিধা করতে পারেনি। ৫ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে হেরেছে ৩টিতে। তবে রশিদ খান-নুর আহমেদের মতো প্লেয়াররা যেকোনো সময় ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন। এছাড়াও অধিনায়ক গিল তো আছেনই। গতবারের ফাইনালিস্টদের হয়ে বল হাতে ভাল করছেন মোহিত শর্মাও। ৫ ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট।