১৩ মে ২০২৫, মঙ্গলবার

আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে তামিম, বোলিংয়ে সাকিব

- Advertisement -

১৮ মার্চ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। ১৫ বছর পর আবারো বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। এক নজরে দেখে নিন কিছু রেকর্ড।

এখন পর্যন্ত এই দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার, যার মধ্য একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। বাংলাদেশের জয় সাতটি, আইরিশদের জয় মাত্র দুইটিতে। অনুষ্ঠিত হওয়া সেই নয় ম্যাচের কিছু দলীয় ও ব্যক্তিগত অর্জন দেখা যাক।

সর্বোচ্চ দলীয় রান

ওয়ানডেতে মুখোমুখি হওয়া এই দুই দলের সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশেরই। ২০১৯ ট্রাইনেশন সিরিজে বাংলাদেশের ২৯৪ রানই সর্বোচ্চ। সেই ম্যাচে ফিফটির দেখা পেয়েছিলেন তামিম ইকবাল, লিটন দাস ও সাকিব আল হাসান।

সর্বনিম্ন দলীয় রান

সর্বনিম্ন দলীয় রানের খাতায় বাংলাদেশের নাম নেই। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬২ রানে অলআউট হয় আইরিশরা। দুই দলের মুখোমুখি দেখাতে এইটাই সর্বনিম্ন দলীয় স্কোর।

সর্বোচ্চ রান

সর্বোচ্চ রান করার তালিকায় সবার উপরে আছেন তামিম ইকবাল। ১০ ইনিংসে ব্যাট করে ৫৬.৪৪ গড়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করেছেন ৫০৮ রান। আইরিশদের বিপক্ষে এক সেঞ্চুরি ও তিনটি ফিফটি আছে তামিমের।

সর্বোচ্চ উইকেট

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন সাকিব আল হাসান।  ২৯ গড়ে ৪.২৪ ইকোনমিতে বিশ্বসেরা অলরাউন্ডার নিয়েছেন ১২ উইকেট।

ট্রাইনেশনে বোলিং করা অবস্থায় সাকিব

সর্বোচ্চ ব্যক্তিগত রান

এক ইনিংসে সর্বোচ্চ রানের হিসেবে সবার উপরে পল স্টার্লিং। ২০১৯ ট্রাইনেশনে এই ওপেনার খেলেছিলেন ১৪১ বলে ১৩০ রানের ইনিংস।

সেরা বোলিং ফিগার

সেরা বোলিং ফিগারটা বাংলাদেশের ফরহাদ রেজার নামেই আছে।  ২০০৮ সালে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪২ রানে রেজা নিয়েছিলেন পাঁচ উইকেট।

সর্বোচ্চ পার্টনারশিপ

সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডটা আইরিশদেরই। ২০১৯ ট্রাইনেশনে উইলিয়ান পর্টারফিল্ড ও পল স্টার্লিং মিলে করেছিলেন ১৭৪ রানের জুটি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img