১০ মে ২০২৫, শনিবার

‘দুর্দান্ত’ আর্জেন্টিনার সামনে ‘নড়বড়ে’ ব্রাজিল

- Advertisement -

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬:৩০ মিনিটে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। যদিও টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার পর উরুগুয়ের কাছে সবশেষটিতে হেরেছে লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। বাছাই পর্বে ইতিমধ্যে ৫ ম্যাচ খেলে ৪টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে লিওনেল স্ক্যালোনির দল।

অন্যদিকে বিশ্বকাপের পর থেকে বাজে সময় পার করছে ব্রাজিল। বাছাই পর্বেও সুবিধা করতে পারছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫ ম্যাচে সমান দুটি করে জয়-পরাজয় ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে আলিসন বেকার-রদ্রিগোরা।

অনুশীলনে লিওনেল মেসি-অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

চোটে পড়ায় নেইমার জুনিয়র-ভিনিসিয়ুস জুনিয়রদের মতো তারকাকে ছাড়াই আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সেই সাথে টানা তিন ম্যাচ ধরে জয়হীন থাকার ক্ষত। বিশ্বকাপের পর থেকে উরুগুয়ে ম্যাচ ব্যতীত দারুণ ফুটবল খেলেছে হুলিয়ান আলভারেজ-এন্জো ফার্নান্দেজরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক থাকার কথা বলেছেন ব্রাজিলের তারকা রদ্রিগো। সেই সাথে মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় বলেও মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

মেসিকে ইতিহাসসেরা মনে করেন কি না, এমন প্রশ্নের উত্তরও দেন এই তরুণ ব্রাজিলিয়ান। তিনি বলেছেন, “সেটা অস্বীকার করা যাবে না। সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। তাই তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে”

অনুশীলনে ব্রাজিলের তারকা রদ্রিগো

বেশ কয়েকজন নিয়মিত ফুটবলার ইনজুরিতে, সেটি মাথায় রেখেই দল পরিকল্পনা সাজাবেন ব্রাজিলের কোচ ফার্নান্দো গিনিজ। আর্জেন্টিনার বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না মনে করিয়ে দিয়েছেন তিনি।

“দল কী অবস্থায় আছে, সেটা বুঝেই পরিকল্পনা সাজাচ্ছি। এই মুহূর্তে আমাদের দরকার জয়ে ফেরা। জানি, সেটা সহজ হবে না। আর্জেন্টিনা দারুণ করছে। ওদের বিপক্ষে কঠিন লড়াই হবে”-গিনিজ

ব্রাজিলের কোচ ফার্নান্দো গিনিজ

২০২১ কোপা আমেরিকার ফাইনালে দি মারিয়ার গোলেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মারাকানায় মাঠে নামার আগে ব্রাজিলকে বিপজ্জনক দল হিসেবে মনে করছেন তিনি। সেই সাথে দি মারিয়া তিন পয়েন্ট নিয়ে ফেরার আশা করছেন।

তিনি বলেন, “ব্রাজিলের মাটিতে তাদের হারানো আমাদের জন্য দারুণ কিছু। এটা আমরা সব সময় করতে চাই। এবারও আমাদের লক্ষ্য ৩ পয়েন্ট নিয়ে ফেরা”

দেখা যাক, আর্জেন্টিনা মারাকানা থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারেন কিনা। নাকি চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়ের ধারায় ফেরে ব্রাজিল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img