১৩ মে ২০২৫, মঙ্গলবার

মাহেদীর অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের জয়

- Advertisement -

বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।

ঢাকার দেয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরতে হোচট খায় রংপুর। তবে রংপুরের এই সাময়িক ধাক্কা সামাল দেন দুই ব্যাটার রনি তালুকদার এবং শেখ মাহেদী। তারা দুইজনে মিলে গড়েন ৬৩ রানের এক দারুণ জুটি। তবে দলীয় ৬৮ রানে রনি আউট হলে কিছুটা শঙ্কা তৈরি হয়। রংপুরের হয়ে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি শোয়েব মালিক এবং নুরুল হাসান সোহানও।

তবে বাকি ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে উইকেটের অপর প্রান্তে থেকে দ্রুত গতিতে রান করতে থাকেন ব্যাটার শেখ মাহেদী। দলীয় ১২৩ রানে আউট হওয়ার আগে তিনি খেলেন ৭২ রানের এক ম্যাচজয়ী ইনিংস। মাহেদী আউট হওয়ার পর আর বাকি রান চেজ করতে তেমন অসুবিধা হয়নি রংপুরের। দুই ব্যাটার মোহাম্মদ নাওয়াজ এবং আজমাতুল্লাহ ওমারজাইয়ের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ঢাকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন পেসার সালমান ইরশাদ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানের পুঁজি পায় ঢাকা। তাদের সর্বোচ্চ ৭৩ রান করেন উসমান ঘানী। রংপুরের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন পেসার আজমাতুল্লাহ ওমারজাই।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img