আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে জয়ের জন্য ১৯৪ রানের বিশাল টার্গেট দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাদের সর্বোচচ ৭৩ রান করেছেন ক্যারিবিয় ব্যাটার কাইল মেয়ার্স।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি লক্ষ্ণৌ। দলীয় ১৯ রানেই অধিনায়ক লোকেশ রাহুলকে হারায় তারা। এরপর দলের হাল ধরেন মেয়ার্স, মারকুটে ব্যাটিংয়ে তুলে নেন আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি। যার ফলে বড় সংগ্রহের দিকে যেতে থাকে লক্ষ্ণৌর ইনিংস। তবে দলীয় ৯৮ রানে ব্যাটার দীপক হুদা আউট হওয়ার কিছুক্ষণ পরই ব্যক্তিগত ৭৩ রানে ফেরেন মেয়ার্স। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস, দলীয় ১১৭ রানে খলিল আহমেদের বলে আউট হন তিনি।
তবে মেয়ার্সের দারুণ স্টার্ট বৃথা যেতে দেননি আরেক ক্যারিবিয় ব্যাটার নিকোলাস পুরান। খেলেন ২১ বলে ৩৬ রানের এক দারুণ ইনিংস। এরপর শেষের দিকে তরুণ তুর্কি আয়ুশ বাদোনির ৮ বলে ১৭ রানের ক্যামিওর উপর ভিত্তি করে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় লক্ষ্ণৌ।
দিল্লির হয়ে সর্বোচ্চ দুই উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ।