২১ মে ২০২৪, মঙ্গলবার

রবিউলের কনকাশন সাব মুকিদুল, মানতে নারাজ রুপগঞ্জ

- Advertisement -

বিকেএসপির তিন নম্বর মাঠের ঘটনা, লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ৪৩.৪ ওভারে দৌড়ে রান নিতে গিয়ে আউট শাইনপুকুর ক্রিকেট ক্লাবের রবিউল হক। ঝাপিয়ে পড়েও বাঁচতে পারেননি, আউট হয়ে উঠে দাঁড়িয়েছেন, প্যাভিলিয়নে ফিরেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। দ্বিতীয় ইনিংস শুরুর সময় দেখা যায়, রবিউলের কনকাশন সাব হয়ে মাঠে নামছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। যা মানতে নারাজ রুপগঞ্জের ম্যানেজমেন্ট।

জানা যায়, রবিউল নাকি রানআউট হওয়ার সময় মাথায় চোট পেয়েছেন। যার কারণে তার কনকাশন সাব হিসেবে খেলবেন মুকিদুল। এই ঘটনা শোনার পর থেকেই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় রুপগঞ্জ। আম্পায়াররাও দিতে পারেনি রুপগঞ্জের অভিযোগের সদুত্তর।

একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ বুঝি আর মাঠে না গড়ায়। তবে এমন অনাকাঙ্খিত কিছু ঘটেনি। শেষমেষ আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার রুপগঞ্জ।

ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করেছে শাইনপুকুর। দলের হয়ে ৮৮ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর। তার অসাধারণ এই ইনিংসটি সাজানো ছিল ১২ বাউন্ডারি ও ৩ ছক্কায়।

এছাড়াও ৩২ রানের ইনিংস খেলেছেন খালিদ হাসান। মার্শাল আইয়ুবের ব্যাট থেকে এসেছে ৬৩ বলে ৩৫ রান।

১০ ওভারে ৫২ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন মাশরাফী। মুমিনুল হক ১ উইকেট নিতে ৩ ওভারে খরচ করেছেন ১৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img