প্রথম স্পেলের শেষ ওভারে ডাওয়িড মালানকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন, দ্বিতীয় স্পেলের প্রথম বলেই ক্যামেরুন গ্রিন তুলে নিয়েছিলেন বেন স্টোকসের উইকেটটাও। রিভিউ নিয়ে স্টোকস বেঁচে গেলেও সেই বলটাই এখন আলোচনার তুঙ্গে। গ্রিনের ইনসুইং হওয়া বলটা স্টোকস ছেড়ে দিতেই হয়েছে বিপত্তি, বলটা গিয়ে লাগে অফস্ট্যাম্পে। ১৪২ কি.মি গতির বলটা স্ট্যাম্পে আঘাত হানলেও বেল পড়েনি, তাই উইকেট বঞ্চিত হতে হয়েছে গ্রিনকেও।
Interesting point & one to debate my friend. I will take this to the world cricket committee for discussion & come back to you. Never seen anything like that today – Greene’s delivery was 142kph and hit the stump hard !!!!! 😩😂 https://t.co/GO6IeHgtsk
— Shane Warne (@ShaneWarne) January 7, 2022
বলটা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন শচীন টেন্ডুলকারের এক টুইট আলোচনায় এনেছে নতুন মোড়। কিংবদন্তি এই ব্যাটসম্যান টুইট করে জানিয়েছেন, “নতুন একটা নিয়ম হওয়া উচিত ‘হিটিং দ্য স্ট্যাম্পস’ নিয়ে।’ নিজের করা টুইটে টেন্ডুলকার ম্যানশন করেছেন লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকেও; বলেছেন, “কি মনে করো তোমরা?”
শেন ওয়ার্নও রিপলাই করেছেন টুইটের। জানিয়েছেন ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির আলোচনায় ব্যাপারটি তুলে ধরবেন, “ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি অবশ্যই ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির আলোচনায় বিষয়টি তুলে ধরবো। এর আগে এমন কিছু হতে দেখিনি! ক্যামেরুন গ্রিনের বলটা ১৪২ কি.মি গতিতে ছিল এবং স্ট্যাম্পেও জোরে আঘাত করেছিলো।”