বিপিএলের ২৮ তম সিলেট স্ট্রাইকার্সকে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। শুরুতেই ওপেনার উসমান খানের উইকেট হারায় চট্টগ্রাম। তবে এরপরই দলকে দারুণভাবে টেনে তুলে ধরেন দুই ব্যাটার মেহেদী মারুফ এবং আফিফ হোসেন। তারা দুজনে মিলে গড়েন ৮৮ রানের দুর্দান্ত জুটি। তবে দলীয় ৮৮ এবং ৯০ রানের মধ্যে দুই সেট ব্যাটার আফিফ এবং মেহেদী আউট হলে চাপে পড়ে চট্টগ্রাম।
তাদের উইকেট যাওয়ার পর আশা যাওয়ার মিছিলেই ছিলেন বাকি ব্যাটাররা। তবে ব্যতিক্রম ছিলেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। শেষের দিকে একাই টেনে ধরেন তিনি। খেলেন ২৯ বলে ৫৪ রানের এক অনবদ্য ইনিংস। তার ইনিংসেই ১৭৪ রানের পুঁজি পায় চট্টগ্রাম।
সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম।