দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (৮ইমে) বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। সব ঠিক থাকলে মূল ম্যাচের আগে বিকেএসপিতে আগামী ১০ এবং ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। গা গরমের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মের প্রাথমিক পুরস্কার হিসেবেই হয়তো দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে; অধিনায়কত্বের ভার মোহাম্মদ মিঠুনের কাঁধে।
বাংলাদেশ দল চট্টগ্রামে পা রাখবে ৮ই মে। প্রস্তুতি ম্যাচে যে মূল দলের তারকাদের পাওয়া যাবে না সেটা আগে থেকেই অনুমিত ছিল। ১৪ দলের জনের দলে রাখা হয়েছে শুধু আড়াই বছর পর জাতীয় দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে। এছাড়া সুযোগ দেওয়া হয়েছে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ রাহীকে।
Sri Lanka squad for Bangladesh Test series 2022🔊https://t.co/Y5GCstCN7f#BANvSL pic.twitter.com/xN63k9yw9A
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) May 4, 2022
শ্রীলঙ্কা আর বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্তে বদল আনা হয়। আগামী ১৫ই মে সাগরিকায় শুরু হওয়া কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। শেষ টেস্ট ২৩শে মে মিরপুরের হোম অব ক্রিকেটে। সব ঠিক থাকলে লঙ্কানরা বাংলাদেশে আসবে রোববার (৮ইমে) সকাল সাড়ে এগারোটায়।
১৪ সদস্যের দল
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান। মোহাম্মদ এনামুল হক, রিপন মন্ডল, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, আবু জায়েদ রাহী।